ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) একটি গবেষণা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আওতাধীণ ফসলের উচ্চ ফলনশীল উন্নত জাত এবং উন্নত চাষাবাদ পদ্ধতি উদ্ভাবন, ফসল ও মৃত্তিকা ব্যবস্থাপনা, পোকামাকড় ও রোগবালাই দমন ব্যবস্থাপনাসহ কৃষি যন্ত্রপাতি, ফসল সংগ্রহোত্তর প্রযুক্তি ইত্যাদি বিষয়ের ওপর লাগসই প্রযুক্তি উদ্ভাবনে গবেষণা করে থাকে। উদ্ভাবিত উন্নত জাত ও উৎপাদন প্রযুক্তিসমূহ সম্প্রসারণ কর্মী, কৃষি সংশ্লিষ্ট এনজিও কর্মী ও কৃষকের নিকট হস্তান্তরের জন্য কর্তৃপক্ষ নানা ধরনের কর্মসূচি গ্রহণ ও তা বাস্তত্মবায়ন করে থাকে। ডাল গবেষণা কেন্দ্রের ১ (এক) টি আঞ্চলিক কেন্দ্র (মাদারীপুর) এবং ১ (এক) টি উপ-কেন্দ্র (গাজীপুর) রয়েছে। বর্তমানে ডাল গবেষণা কেন্দ্রে হতে প্রায় ৯ (নয়) টি ডাল জাতীয় ফসলের এ পর্যন্ত মোট ৪৩ টি জাত এবং বিভিন্ন ধরণের টেকশই প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র হতে বেগুন, পটল ও বাতাবিলেবুসহ অন্যান্য ফসলের প্রায় ৭ (সাত) টি জাত এবং বিভিন্ন ধরণের টেকশই প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে।
অত্র গবেষণা প্রতিষ্ঠানের ইতিহাস শত বছরের পুরোনো। ১৯৪৬ সালে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে ফসলের মানসম্পন্ন বীজ ও চারা উৎপাদনের জন্য ’নিউক্লিয়াস সিড মাল্টিপ্লিকেশন ফার্ম’ নামে একটি প্রতিষ্ঠান স্থাপিত হয় । ১৯৬৫ সালে উদ্যান ফসলের গবেষনা ও কৃষকের মাঝে চারা বিতরনের জন্য এটিকে ’হর্টিকালচারাল রিসার্চ সাবস্টেষন’ এ রুপান্তরিত করা হয় । ১৯৬৯ সালে ’এগ্রিকালচারাল রিসার্চ সাবস্টেষন’ করা হয় । ১৯৭৬ সালে ইহা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীন ’আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র’ হিসেবে আত্মপ্রকাশ করে এবং ১৯৯০-১৯৯৫ সালে সিডিবি ফেজ-১ প্রকল্পের মাধ্যমে ডাল গবেষণা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে । উক্ত কেন্দ্র দুটি পরিচালক মহদযের (জাতীয় বেতন স্কেলের ২য় গ্রেড) তত্তাবধায়নে পরিচালিত হয় । এই কেন্দ্রটি ঈশ্বরদী শহর হতে প্রায় ২ কি. মি. পূর্বে ঈশ্বরদী-পাবনা আঞ্চলিক মহাসরকের পার্শ্বে অবস্থিত, যার ভৌগলিক অবস্থান: অক্ষাংশ- ২৪.১২২ ও দ্রাঘিমাংশ-৮৯.০৭৮। কেন্দ্রের মোট আয়তন ৬০.৪০ হেক্টর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS