Wellcome to National Portal
Main Comtent Skiped

Vision & Mission

ভিষণ ও মিশনঃ

ভিশন - বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আওতাধীন ফসলের উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিকরণ।

 

মিশন - 

১. ফসলের উচ্চ ফলনশীল, পুষ্টিমান সম্পন্ন ও প্রতিকুল পরিবেশ সহিষ্ণু জাত উদ্ভাবন

২. ফসলভিত্তিক উন্নত, আধুনিক ও টেকসই উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন ও লাগসই ফসল বিন্যাস নির্ধারণ

৩. পরিবেশবান্ধব শস্য সংরক্ষণ প্রযুক্তি উদ্ভাবন

৪. মাটির স্বাস্থ্য সংরক্ষণ ও উন্নয়ন

৫. লাগসই কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন ও উন্নয়নের মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ ত্বরান্বিত করা

৬. শস্য সংগ্রহোত্তর ক্ষতির পরিমান কমিয়ে আনার জন্য লাগসই প্রযুক্তি উদ্ভাবন

৭. উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহ হস্তান্তরের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন

৮. ফসলের বাজার ব্যবস্থাপনা সমীক্ষা করা

৯. ফসলের পোকা মাকড় ও রোগ বালাই দমনের কলাকৌশল উদ্ভাবন

১0. অমৌসুমে ও বছর ব্যাপী চাষ উপযোগী ফসলের জাত উদ্ভাবন

11. প্রযুক্তি বিস্তার ও অফিস ব্যবস্থাপনায় অনলাইন সিস্টেমের উন্নয়ন